বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় শুক্রবার বেলা ১২টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত রোববার রাতে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। পরে আবার তাঁকে কেবিনে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে দলের চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। এতে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্য দলের পক্ষ থেকে আজ বাদ জুমা সারা দেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।