আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর (মাহী বি চৌধুরী)। মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শুরু হয়। মাহী বি চৌধুরী ছাড়াও শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান, নোয়াখালী-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তালেবুজ্জামান এবং খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান।
এছাড়া, টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার, যশোর-২ আসনের এস এম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের জিয়াউল হক, চট্টগ্রাম-৮ আসনের আবদুস সালাম ও বরগুনা-১ আসনের খলিলুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর মনোনয়নপত্র রিপন যাচাই-বাছাইয়ে মাহী বদরুদ্দোজা চৌধুরী একটি প্রতিষ্ঠানের ঋণের জামিনদার বলে তথ্য পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।