আগস্ট ২৬, ২০২৪, ০৯:৫৮ এএম
সচিবালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন: ক্যু’র চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফের
গতকাল রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক গণ-বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে (আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও ও শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায়) জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় যেকোনও সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন প্রভৃতি নিষিদ্ধ করা হলো।