এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের চার ডিআইজি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:২১ পিএম

এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের চার ডিআইজি

ছবি: সংগৃহীত

উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদের চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানানো হয়।

অবসরপ্রাপ্ত এ কর্মকর্তারা হলেন, নৌ পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুস আমিন, অ্যান্টি টেররিজম বিভাগের নিশারুল আরিফ, হাইওয়ে পুলিশের আমেনা বেগম ও মো.আজাদ মিয়া।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে বিতর্কিত নির্বাচনে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২০১৮ সালের নির্বাচনে যারা ৬৪ জেলায় পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন, তারাও রয়েছেন এ তালিকায়। এরই মধ্যে যাদের সংযুক্ত করা হয়েছে, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। বিশেষ করে যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তাদের বিরুদ্ধে এ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে।

এরই মধ্যে ৪৫ সাবেক ডিসিকে ওএসডি করা হয়েছে। পরবর্তী ধাপে আরও কয়েক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে।

Link copied!