আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলকারীরা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২৪, ০১:৩০ পিএম

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলকারীরা

দাবি মেনে নেয়ার জন্য সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শত শত কর্মচারীরা শনিবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন বহু মানুষ। 

বিকেল চারটার দিকে আন্দোলকারীদের ছয়জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে প্রায় সাত ঘণ্টা অবরোধ করে রাখার পর শাহবাগ মোড় ছাড়েন তারা। 

তবে তাদের দাবি-দাওয়া মেনে নেয়ার জন্য সরকারকে ১৫দিনের আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দেন তারা। 

প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি আনিসুর রহমান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দেখা হয়নি। তবে তার প্রেস সচিবের সঙ্গে কথা হয়েছে।

‘তিনি বলেছেন, আমাদের সমস্যা সমাধানের জন্য একটি আলাদা সংস্কার কমিশন করবে, আর নয়তো যে সংস্কার কমিশন আছে তার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন,’ যোগ করেন আনিসুর। 

তিনি আরও বলেন, আমরা আমাদের দাবি আদায়ে অনড়। আমরা তাদের ১৫ দিনের আল্টিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি দাবি আদায়ে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আরও পড়ুন: যে কারণে প্রধান উপদেষ্টার সংলাপে ডাক পেলো না জাতীয় পার্টি

আন্দোলনকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।

আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো কর্মচারী প্রতারণার শিকার হলে সরকারকে জানাতে বলা হয়েছে। তদন্ত করে এমন কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সব সমস্যার সমাধান করা হবে—এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের কর্মসূচি তুলে নেওয়া হয়।

Link copied!