জিএম কাদের আউট, জাপা চেয়ারম্যান রওশন এরশাদ!

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৩, ০৩:৪৬ পিএম

জিএম কাদের আউট,  জাপা চেয়ারম্যান রওশন এরশাদ!

সংগৃহীত ছবি

দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।  এর মাধ্যমে জাতীয় পার্টির (জাপা) মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পরিবর্তন এলো।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের নিজের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের পূর্বে নেওয়া সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন। সে অনুযায়ী আসন্ন দশম জাতীয় সম্মেলন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া  জি এম কাদের বর্তমানে ভারত সফরে রয়েছেন। এমন সময় নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলেন রওশন এরশাদ। গত রবিবার (২০ আগস্ট) জিএম কাদের দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 

জাপা মহাসচিবের বক্তব্য:  জি এম কাদেরের অনুপস্থিতে দলের চেয়ার‌ম্যান পদে পরিবর্তনের খবরটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, “এই খবরটি ভুয়া। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। এ ছাড়া যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছে, তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে। গত বছর রওশন এরশাদ চিকিৎসা শেষে যখন দেশে এসেছিল তাকে দেখতে গিয়েছিলেন, তখন এসব স্বাক্ষর নেওয়া হয়েছিল। কোনো সভায় তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেনি।”

এদিকে, নিজেকে চেয়ারম্যান ঘোষণার বিষয়ে রওশন এরশাদকে ফোন করলে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘যারা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন। তারা বিস্তারিত বলতে পারবে। আপনারা রয়ে-সয়ে নিউজ করেন।’

Link copied!