মহাখালীতে অবরোধ, চরম ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৪, ১১:০৭ এএম

মহাখালীতে অবরোধ, চরম ভোগান্তিতে মানুষ

বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী এলাকায় রেল ও সড়ক পথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

অবরোধের ফলে ঢাকা সঙ্গে দেশের সিংহভাগ এলাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

তিনি জানান, শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে না দেওয়ায় এখনও প্রায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তারা রেলপথ ছেড়ে দিলেই রেল চলাচল আবার শুরু হবে। এ জন্য কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

এদিকে মহাখালীতে সড়ক অবরোধ করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

রেললাইনে উঠে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় সেটি থামানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। এ সময় ট্রেনের ছাদে কয়েকজনকে উঠে পড়তে দেখা যায়।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে কখনো কথা হয়নি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর: ড. ইউনূস

রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, সোমবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আন্দোলনের কারণে সাড়ে ১১টায় ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস তেজগাঁওয়ে আটকা পড়ে। এরপর ঢাকাগামী আরও দুইটি ট্রেন আটকা পড়ে।

পরের ট্রেনগুলো রেলপথ অবরোধ করে আন্দোলনের কারণে ছাড়া সম্ভব হয়নি এবং অনেকগুলো পথে থেমে রয়েছে বলেও জানান রেলওয়ে কর্মকর্তারা।

Link copied!