মতিউরের অবস্থান নিয়ে ধোঁয়াশা

জাতীয় ডেস্ক

জুন ২৫, ২০২৪, ১০:৪৫ এএম

মতিউরের অবস্থান নিয়ে ধোঁয়াশা

মতিউর রহমান

আলোচিত ছাগলকাণ্ডে ‘আত্মগোপনে থাকা’ মো. মতিউর রহমানের অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বেশ কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে, তিনি নাকি ‘মাথা ন্যাড়া করে সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন’। অথচ দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে মতিউর জানান, তিনি মাথা ন্যাড়াও করেননি, দেশ থেকে পালিয়েও যাননি।

আমি মাথা ন্যাড়া করবো কেন? কখনও আমি মাথা ন্যাড়া করিনি। আর দেশ থেকেও পালিয়ে যাইনি। পালাবো কেন?
- মতিউর রহমান

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় থাকা মো. মতিউর রহমান বলেন, “আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কারা করে? কেন করে বুঝছি না। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। অনবরত মিথ্যাচার করে যাচ্ছে একটি গ্রুপ।”

মাথা ন্যাড়া করা প্রসঙ্গে মতিউর বলেন, “আমি মাথা ন্যাড়া করবো কেন? কখনও আমি মাথা ন্যাড়া করিনি। আর দেশ থেকেও পালিয়ে যাইনি। পালাবো কেন?”

গণমাধ্যমকে তিনি আরও বলেন, “আমার স্ত্রী নির্বাচন করবেন। সেই নির্বাচন ঠেকাতে একটি গ্রুপ এমন মিথ্যাচার করছে।”

গত ২৩ জুন মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও আবগারি) ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এনবিআর থেকে অর্থ মন্ত্রণালয়ে সরানো হলো মতিউর রহমানকে
আরও পড়ুন: স্ত্রী-ছেলেসহ মতিউরের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ছাগলকাণ্ডে আলোচনায় থাকা মতিউর ‘মাথা ন্যাড়া করে বিদেশে পালিয়ে গেছেন’ বলে খবর প্রকাশ হয়। পরবর্তীতে জানা যায়, এই খবর সত্য নয়। সোমবার মো. মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এই তথ্য নিশ্চিত করেন নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আহমেদ আলী সালাম।

Link copied!