বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের করা রাজধানীর মহাখালী এলাকায় রেল ও সড়ক পথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এতে ফের চালু হয়েছে যান চলাচল।
সোমবার বিকাল চারটার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী অবরোধ করা শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়েছেন। পরে বিকাল চারটার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।
অবরোধের ফলে ঢাকা সঙ্গে দেশের সিংহভাগ এলাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান কমলাপুর রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন।
দুপুরে তিনি বলেন, শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে না দেওয়ায় এখনও প্রায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তারা রেলপথ ছেড়ে দিলেই রেল চলাচল আবার শুরু হবে। এ জন্য কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
এদিকে মহাখালীতে সড়ক অবরোধ করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।
অবরোধের সময় পড়ায় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় থামানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। এ সময় ট্রেনের ছাদে কয়েকজনকে উঠে পড়তে দেখা যায়।
আরও পড়ুন: মহাখালীতে অবরোধ, চরম ভোগান্তিতে মানুষ
রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, সোমবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আন্দোলনের কারণে সাড়ে ১১টায় ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস তেজগাঁওয়ে আটকা পড়ে। এরপর ঢাকাগামী আরও দুটি ট্রেন আটকা পড়ে।
পরের ট্রেনগুলোও যথাসময়ে ছাড়া সম্ভব হয়নি এবং অনেকগুলো ট্রেন পথে আটকে পড়ে বলেও জানান রেলওয়ের কর্মকর্তারা।