আওয়ামী লীগ সরকারের ‘ঘনিষ্ঠ’ তকমা পাওয়া তাপস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৪, ০৫:২৭ পিএম

আওয়ামী লীগ সরকারের ‘ঘনিষ্ঠ’ তকমা পাওয়া তাপস গ্রেপ্তার

সংগীতভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার‍‍` ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাপসকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিববুল্লাহ তাপসকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিতি না হওয়ায় তাপসকে কারাগারো হয়। একইসঙ্গে আগামী বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। 

আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা‍‍`র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।

১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।

ওইদিন তাপস ফেসবুক পোস্টে লেখেন, ‘জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক,আমি তাপস।’ 

সঙ্গীত সুরকার, প্রযোজক ও গায়ক তাপসের হাত ধরে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে গানবাংলার সংগীতের আন্তর্জাতিক উদ্যোগ ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে ও দেশের বাইরে বিশেষভাবে আলোচিত হয়।

২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি‍‍` চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তাপস। তিনি দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান ২০১৮ সালে।

আরও পড়ুন: সাত কলেজ ‘বিষফোঁড়া’, অধিভুক্তি বাতিলে ‘কঠোর’ কর্মসূচির হুমকি

তাপসের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানার মামলায় অভিযোগ করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরে মামলা দায়ের করেন।

Link copied!