সাত কলেজ ‘বিষফোঁড়া’, অধিভুক্তি বাতিলে ‘কঠোর’ কর্মসূচির হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৪, ১১:০৮ এএম

সাত কলেজ ‘বিষফোঁড়া’, অধিভুক্তি বাতিলে ‘কঠোর’ কর্মসূচির হুমকি

সাত সরকারি কলেজকে অধিভুক্ত করাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ‘বিষফোড়া’ বলে দাবি করেছেন আন্দোলনরত একদল শিক্ষার্থী। অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা। 

সোমবার দুপুরে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কয়েকজন। 

সমাবেশে তারা এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্তি বাতিল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে না বসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। 

খায়রুল আহসান মারজান নামে এক বিক্ষোভকারী বলেন, এই অধিভুক্তির শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিরোধিতা করে আসছে। তখন একটি শান্তিপূর্ণ সমঝোতার কথা বলা হলেও গত ছয় বছরে কোনো সমাধান হয়নি। 

‘এই নতুন বাংলাদেশ উপদেষ্টা পরিষদে যারা আছে তারা আমাদের সঙ্গে ছিলেন। তাদের উদ্দেশে বলতে চাই,আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মান ঠিক রাখতে এটি বাতিলের যথাযথ পদক্ষেপ নিন,’ বলেন তিনি। 

তিনি আরও বলেন, সাত কলেজ বিষফোড়ায় পরিণত হয়েছে। এর অধিভুক্তি বাতিল ছাড়া অন্য কোনো সমাধান নেই। সাত কলেজও অধিভুক্তি বাতিল চায়। তাহলে বাতিল করতে বাধা কোথায়, আমরা বুঝি না।

আরও পড়ুন: ড. ইউনূসের ফোন পেলেন সোহেল তাজ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মইদুল ইসলাম বলেন, র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিন দিন অবনতির কারণ এই সাত কলেজ। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এই কলেজগুলোকে বিবেচনায় নেওয়া হয়। তাদের অধিভুক্তি বাতিল করলে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও অনেক এগিয়ে যাবে। আমরা শিগগিরই এই অধিভুক্তি বাতিল চাই। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

Link copied!