বাজারকে অস্থিতিশীল করতে অবৈধভাবে চাল-তেল মজুদ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজার পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেন তিনি।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
কোন কোন বড় প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করে চালসহ বিভিন্ন ব্যবসায় নেমেছে তা খতিয়ে দেখতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ভরা মৌসুমে কেন চালের দাম বাড়বে, এ নিয়ে কথা হয় বৈঠকে। এসময় প্রধানমন্ত্রী বলেন, কোথায় কোথায় মজুদ করা হচ্ছে, তাদের ধরা হবে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে বেশ কয়েকটি আইনের খসড়ার চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দেয়া হয় বলেও তিনি জানান। এরমধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২২ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং ‘জাতীয় শিক্ষা মূল্যায়ন কেন্দ্র আইন, ২০২২’ ও ‘আন্তজার্তিক মাতৃভাষা ইন্সটিটিউট আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।