আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয়ভাবে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার স্পিকার শিরিন শারমিন তিন দিনের কর্মসূচি উদ্বোধন করেন।
স্পিকার শিরিন শারমিন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যে সত্য ও সুন্দরের দর্শন চর্চা করেছেন। তার রচিত 'আমার সোনার বাংলা' গানটি এই সত্য ও সুন্দরের প্রতিচ্ছবি; এটা বাংলাদেশেরই প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ।
করোনার কারনে গত দুই বছর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে কোন আনুষ্ঠানিকতা ছিল না। এবারে কুঠিবাড়িতে জাতীয়ভাবে তিনদিনের নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে দুই বছর পর সেই কুঠিবাড়ীতে আসতে পেরে খুশি রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীরা।