ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ০৮:২২ পিএম

ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায়

রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের  প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামায়াত নির্বিঘ্ন করতে সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সোমবার দুপুরে রাজধানীর নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।

সমন্বয় সভায় মেয়র বলেন, "এবার জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি। এছাড়াও ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ঈদের প্রধান জামায়াতে অংশ নিয়ে থাকেন। তাই, এই আয়োজন নির্বিঘ্ন করার লক্ষ্যেই আজকের এই সমন্বয় সভা।"

সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তর থেকে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন এবং একটি সুশৃঙ্খল, সুন্দর ও সাবলীল ঈদ জামায়াত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন।

সভার এসএসএফ'র প্রতিনিধি নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি উপস্থাপন করেন।

 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ২২ বা ২৩ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিন রাজধানীতে জাতীয় ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।

Link copied!