এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার থেকে ২০ লাখ টাকা ছিনতাই

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২২, ১২:০৯ পিএম

এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার থেকে ২০ লাখ টাকা ছিনতাই

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে নারায়ণগঞ্জে এজেন্ট ব্যাংকের এক কর্মকর্তাকে জিম্মি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলার আড়াইহাজারের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংকের উচিৎপুরার এজেন্ট আউটলেট শাখার মালিক জোবাইরুল বাশার জানান, এ শাখার ইনচার্জ সাব্বির হোসেন ইসলামী ব্যাংকের আড়াইহাজার শাখা থেকে টাকা তুলে উচিৎপুরা এজেন্ট ব্যাংক শাখায় জমা দিতে মোটরসাইকেলে রওনা দেন। দক্ষিণপাড়া পৌঁছালে প্রাইভেটকারে ৪-৫ জনের একটি দল তার পথরোধ করে।

এ সময় তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে সাব্বিরকে আটক করে এবং হাতকড়া পরিয়ে বিশ লাখ টাকাসহ তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে তাঁকে মারধর করে উপজেলার সাতগ্রাম এলাকায় ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যায় চক্রটি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কী পরিমাণ টাকা ছিনতাই হয়েছে তা এখনও নিশ্চিত না। এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!