এবার ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত, ট্রমায় স্বামী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০৯:৫৭ এএম

এবার ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত, ট্রমায় স্বামী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক মো. শিপনও আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালের ট্রমায় আছেন বলে পুলিশ জানিয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

তিনি বলেন,“ শুক্রবার সন্ধ্যার দিকে নাসরিন খানম ও শপন দম্পতি বাসায় ফেরার পথে খিলগাঁও থানার তিলপাপাড়ার ১৩ নম্বর রোডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ি ধাক্কা দেয়।  এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে স্থানীয় খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন।’ দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করার হয়েছে বলেও তিনি জানান।

খিলগাঁও থানার ওসি আরও বলেন, “নিহতের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।” আহত শিপনের অবস্থা গুরুতর নয় জানিয়ে তিনি বলেন, “শিপন ট্রমায় আছেন। তিনি একটি লেদ মেশিনে কাজ করেন।”

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি ভোররাতে রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের নিচে উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কায় প্রাণ হারান ওই সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মী। এ দুটিসহ ঢাকায় গত কয়েক মাসে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় পাঁচজন মারা গেছেন।

গত বছরের ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হয়েছিলেন নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। তার একদিন পরই  পান্থপথে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবীর। এরপর ২৩ ডিসেম্বর পুরান ঢাকার ওয়ারী এলাকায় ময়লার গাড়ির চাপায় নিহত হন স্বপন কুমার সরকার নামে এক বৃদ্ধ।

Link copied!