রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের দুই পক্ষ মোকাব্বির খান ও মোস্তফা মহসীন মন্টুর গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান গ্রুপের সম্মেলন ছিল জাতীয় প্রেস ক্লাবে। অন্যদিকে গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টুর গ্রুপের মানববন্ধন ছিল প্রেস ক্লাবের সামনে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রেস ক্লাবের ভেতরে ও বাইরে অবস্থান নেয় বিবদমান দুইপক্ষ। একপর্যায়ে মন্টু গ্রুপের নেতাকর্মীরা মোকাব্বির খানের সম্মেলন অবৈধ বলে ভেতরে ঢুকে পড়েন। তারা মঞ্চের ব্যানার ও চেয়ার ভাঙচুর করেন। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতিতে দুইজন আহত হয়েছেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।