আর্জেন্টিনা সমর্থকদের ভুরিভোজের গরু-ছাগল চুরির অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০১:৩০ পিএম

আর্জেন্টিনা সমর্থকদের ভুরিভোজের গরু-ছাগল চুরির অভিযোগ

চুয়াডাঙ্গা শহরের আর্জেটিনার সমর্থকদের ভূরিভোজের জন্য কেনা একটি গরু ও সাতটি ছাগল চুরির অভিযোগ উঠেছে।

রবিবার রাতে শহরের বাগানপাড়াসংলগ্ন জ্বিনতলা মল্লিকপাড়ার একটি ফার্ম থেকে ওই গরু ও ছাগল চুরি হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

আর্জেটিনার সমর্থকদের অভিযোগ, বেশ কয়েকটি ছাগল ও একটি গরু আর্জেটিনার জয়ের পর ভুরিভোজ করার জন্য কিনে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া সংলগ্ন জ্বিনতলা মল্লিকপাড়ার একটি খোয়াড়ে (ফার্ম) রাখা রাখা ছিল। কিন্তু আর্জেটিনার জয়ের পর আনন্দ উল্লাস শেষে খোয়াড়ে গেলে গরু ও ছাগলগুলো খুঁজে পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা জেলা আর্জেটিনা সমর্থক গোষ্ঠীর প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাফিজুর রহমান মাফি গণমাধ্যমে অভিযোগ করে বলেন, ‘আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম, আমাদের দল বিজয়ী হলে আমার ছাগল ও গরু জবাই করে ভূরিভোজ করব। সে অনুযায়ী আমরা কয়েকটি ছাগল এবং একটি গরু কিনে ফার্মে রেখেছিলাম। কিন্তু রাতে খেলা শেষে সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি এগুলো আর্জেন্টিনা বিদ্বেষী অন্যদলের সমর্থকরা চুরি করেছে। তবে এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Link copied!