সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৮:৩৫ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ফারজানা ইসলামের ব্যক্তিগত গাড়িচালক রমজান আলীর বাসা থেকে দুই ট্রাংক মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্টাফ কোয়ার্টারের ই-১১১ নম্বর বাসায় অভিযান চালিয়ে গত ১২ সেপ্টেম্বর এসব মদের বোতল উদ্ধার করা হয়।
অভিযানের ভিডিওতে দেখা গেছে, এক ট্রাংকে ছিল খালি বোতল আর এক ট্রাংকের বোতলে মদ ভর্তি ছিল। তবে বিষয়টি এখনও প্রচারে আসেনি তেমন।
এ বিষয়ে অভিযুক্ত চালক রমজান আলী বলেন, ‘যখন আমার বাসা তল্লাশি হয়েছে, তখন আমি বাসায় ছিলাম না। মদের বোতল কোথা থেকে এসেছে, সেটাও আমি জানি না। এ বিষয়ে আমি রেজিস্ট্রারকে লিখিত দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, রেজিস্ট্রারের নির্দেশে রমজানের বাসা তল্লাশি করা হয়। এ সময় নিরাপত্তা অফিসের গার্ড ও কর্মচারী সমিতির নেতারাও সেখানে ছিলেন। ঘটনাটি পরে ধামাচাপা দিতে বলেন রেজিস্ট্রারই। এ কারণে পরবর্তীতে এ বিষয়টি নিয়ে আর কোনো তদন্ত কমিটি হয়নি কিংবা কোনো ব্যবস্থা নেয়া হয়নি রমজানের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজকে একাধিকবার ফোন করা হলেও তিনি গণমাধ্যমের কাছে কোন মন্তব্য করতে রাজি হননি।