জানুয়ারি ১১, ২০২৩, ০২:৪১ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই শিশুসহ ছয় জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় ভূঞাপুরের ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি গ্রামে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনটি বেলা ১২টার দিকে ঢেপাকান্দি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ফলদা থেকে যাত্রী বোঝাই করে একটি অটোরিকশা ভূঞাপুর যাচ্ছিল। অটোরিকশাটি ঢেপাকান্দি রেলক্রসিং পার হওয়ার সময় জামালপুরগামী ট্রেনটির সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ১৫/২০ ফুট দূরে ছিটকে পড়ে ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন পাঁচজন । তাদের দ্রুত উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।