ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২১, ১১:২৯ পিএম

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা

চীন সরকারের উপহার হিসেবে পাঠানো আরও ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

শুক্রবার (১৩ আগস্ট) বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ লাখ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ঢাকায় অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল (শনিবার) সকাল ১০টায় বিমানের আরেকটি ফ্লাইট চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে, গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর গত ১৩ জুন আরও ৬ লাখ টিকা আসে উপহার হিসেবে। এখন পর্যন্ত মোট ২১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

এছাড়াও, কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে দেশে এসেছে মোট ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। এবং সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকার টিকা কিনেছেন এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ। সবমিলিয়ে এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে বলে জানা গেছে।

Link copied!