দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২১, ০৭:১৪ পিএম

দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান দুর্ঘটনার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।


ওসি শাহ জামান বলেন, “রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা বাসের সাথে ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের উদ্ধারকাজ চলমান রয়েছে “ তবে নিহতদের পরিচয় ও ঠিকানা জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১ নম্বর রেল গেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় ট্রেনটি এসে ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুই জন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমকে বলেন, আমরা উদ্ধার কাজ করছি। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

Link copied!