দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৯:৪৮ এএম

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রবিবার (২ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকায় রাত এ সংঘর্ষ ঘটে।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় ও থান সূত্র জানায়, রবিবার রাতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ গাড়ি বহর নিয়ে মুন্সিবাজার এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী ইফতেকার আহমদ বদরুলের নির্বাচনি কার্যালয়ে সামনে যান। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুনেল আহমদ তরফদারের (ঘোড়া প্রতীক) সমর্থকেরা মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে থাকেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, “রাত সাড়ে ১০টার দিকে ওই সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের মধ্যে  উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির এপিএস সোহেল আহমদ ও গানম্যান তারেকুল ইসলাম রয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।” সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।

Link copied!