মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের একটি বক্তব্য সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচনে কোনও কর্মী মারা গেলে ১০ লাখ টাকা দেবেন। এ ছাড়া আহত কর্মীদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা খরচও বহন করবেন তিনি।
আগামী ২৩ ডিসেম্বর সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নির্বাচনি আলোচনা সভা ও কর্মীসভায় এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন সাইফুল ইসলাম।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাইফুল ইসলাম বলছেন, ‘আমার নির্বাচন করতে গিয়ে যদি কোনো কর্মী মারা যান, তাঁর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে। আর যদি মারামারি করে হাসপাতালে ভর্তি থাকেন, তাহলে আমি সম্পূর্ণ খরচ বহন করব, তাঁর সংসারের খরচও আমি চালাব।’
সাইফুল ইসলাম বলেন, ‘১৯৮৭ সালে ৮ নম্বর ওয়ার্ডে ৩ ব্যক্তি সহিংসতায় মারা যায়। তাদের পাশে কেউ দাঁড়ায়নি। ওই ধরনের সহিংসতা আর ঘটতে দেওয়া হবে না। তারপরও এলাকার লোকজন ওই ঘটনার পুনরাবৃত্তি হলে কী করবেন এমন প্রশ্ন করলে জবাবে আমি এ কথা বলেছিলাম।’
তিনি বলেন, ‘এই নির্বাচনে লোক মারা যেতে পারে। আমার কর্মী যারা তাদের একটা তালিকা করেছি। এই তালিকা আমার কাছে আছে।’
আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। প্রত্যাহার ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।