এপ্রিল ২৫, ২০২২, ১১:২৭ পিএম
বাজারে দাম কম হওয়ায় রাস্তায় আলু ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন রংপুরের আলু কৃষকরা। তাদের অভিযোগ, অধিক লাভের আশায় বাড়িতে বাড়িতে মজুত করা এসব আলু কিনছেন না পাইকাররা। অত্যাধিক গরমে আলু পচে যাচ্ছে। এ পরিস্থিতিতে ন্যায্যমূল্যের দাবিতে সোমবার নগরীর সাতমাথায় বিক্ষোভ করেছেন কৃষকরা।
জানা গেছে, রংপুরের ৮ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা আলু উত্তোলন মৌসুমে অর্ধেক আলু হিমাগারে রাখেন এবং বাকি অর্ধেক আলু বাড়িতে মজুত করেন। দাম বাড়লে পর্যায়ক্রমে সেই আলু বাজারে বিক্রি করেন তারা।
বর্তমানে আলুর দাম কমে যাওয়া ও ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। এদিকে কয়েক দিন ধরে রংপুরে তীব্র তাপদাহ চলছে। ফলে বেশি পরিমাণ আলু পচতে শুরু করেছে। বর্তমান পাইকারি বাজারে আলু কেজিপ্রতি ৮ থেকে ৯ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, উৎপাদনের খরচ এবং সংরক্ষণের ব্যয় মিলিয়ে এই দামে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
একজন আলু চাষী বলেন, “প্রতি বছর আলুর উৎপাদন খরচ বেশি, সার কিটনাশক অনাবৃষ্টি সব মিলে লেবার খরচ বেশি হয়। আমরা চাচ্ছি আলু রপ্তানি বাড়ালে চাষীরা লাভবান হবে। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।”
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, দেশে আলুর চাহিদা ৮০ লাখ টন। উৎপাদন হয় ১ কোটি টন। প্রয়োজনের বেশি আলু উৎপাদিত হওয়ায় দাম পান না কৃষক।