বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত, ১৪ দিন পর লাশ ফেরত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২২, ১১:৩২ পিএম

বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত, ১৪ দিন পর লাশ ফেরত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি এক যুবকের লাশ দেশে এসেছে। শনিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে এ লাশ হস্তান্তর করে বিএসএফ।

নিহত ওই যুবকের নাম লিটন হোসেন (৩৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বিলগাথুয়া গ্রামের বাসিন্দা।

দৌলতপুর থানা–পুলিশ সূত্র জানায়, ৫ মার্চ রাত ১০টা ৫ মিনিটে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোয়াটসঅ্যাপে দৌলতপুর থানার ওসিকে কয়েকটি ছবি পাঠিয়ে ফোন করেন। হোগলবাড়িয়া থানার ওসি জানান, রাতে সীমান্তে বিএসএফের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। দেখে মনে হয়েছে, ওই যুবক বাংলাদেশি হতে পারেন। লাশ তাঁদের থানায় রাখা আছে। খোঁজ নিয়ে তথ্য জানাতে অনুরোধ করেন তিনি।

দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী সব এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও বিট পুলিশ কর্মকর্তাদের কাছে ছবি পাঠানো হয়। ছবি দেখে বিলগাথুয়া মাঠপাড়া এলাকার আকবর বিশ্বাস তাঁর ছেলের লাশ শনাক্ত করেন। পরে তাঁর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। নিহত লিটন হোসেন ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন মালামাল নিয়ে আসতেন বলে এলাকার কয়েকজন তাঁকে জানিয়েছেন। দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত লিটন বিশ্বাসের ছোট ভাই শিপন হোসেনের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। 

 

Link copied!