মঙ্গলবার ‘প্রিন্স’ মুসাকে ডিবি কার্যালয়ে তলব

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২১, ০৪:৪৯ পিএম

মঙ্গলবার ‘প্রিন্স’ মুসাকে ডিবি কার্যালয়ে তলব

অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণায় গ্রেপ্তার হওয়া আবদুল কাদের নামে এক ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে ডাকা হয়েছে।

ডিবির উপকমিশনার (ডিসি-গুলশান) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, রবিবার মুসা বিন শমসেরের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার মুসাকেও ডাকা হয়েছে।

ডিবি সূত্র জানায়, ৭৭ বছর বয়সী মুসা নানান রোগে আক্রান্ত। এ ছাড়াও তিনি করোনাভঅিইরাস প্রতিরোধী টিকা  নেননি। অসুস্থতার কারণে তাকে সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। তবে তাকে মঙ্গলবার দুপুরের খাবার শেষ করে কার্যালয়ে আসতে বলা হয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া আবদুল কাদের দীর্ঘ ১৪ বছর ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নানান অভিযোগের ভিত্তিতে ৭ অক্টোবর মিরপুর ৬ নম্বরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে সততা প্রপার্টিজের চেয়ারপারসন ও আবদুল কাদেরের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ছোঁয়া, অফিস ম্যানেজার শহিদুল আলম ও অফিস সহায়ক আনিসুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, দেশে তো বটেই, পশ্চিমাদের কাছে আলোচিত এক নাম প্রিন্স মুসা। ‘বাংলাদেশের প্রিন্স’ নামেও পরিচিত তিনি। সম্পদশালী ধনকুবের হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি তার। বিচিত্র ও বর্ণাঢ্য জীবনে নানা চমকপ্রদ ও চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন বাংলাদেশের প্রথম এই জনশক্তি রফতানিকারক মুসা বিন শমসের। তার বিপুল সম্পদরাজি আর তার চলন-বলন সব মিলে রহস্যের যেন শেষ নেই। প্রায় তিন দশক ধরে সেই রহস্যের কেন্দ্রে আছেন মুসা।

কেন তিনি প্রিন্স বা তার বিপুল সম্পদের উৎসই বা কী, বা আদৌ তার অতো সম্পদ আছে কিনা, তা-ও জানা যায় না। এভাবে বারবার মিডিয়ায় মুখরোচক আলোচনায় আছেন তার খেয়ালি কর্মকাণ্ডের মধ্য দিয়ে।

জানা যায়, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নির্বাচনে ৫০ লাখ পাউন্ড অনুদানের ঘোষণা দিয়ে একবার আয়ারল্যান্ডের জাতীয় ঐতিহ্য কালকিনি দুর্গ কিনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর বানানোর প্রস্তাব দিয়ে সারাবিশ্বে হৈ চৈ ফেলেন। সর্বশেষ সুইস ব্যাংকে তার সাত বিলিয়ন মার্কিন ডলার বা ৫১ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরের মধ্য দিয়ে মুসা চমক সৃষ্টি করেন।

এমনও জানা যায়, দক্ষিণ আফ্রিকার বিশ্বনন্দিত নেতা নেলসন ম্যান্ডেলাও নাকি তার বিখ্যাত গ্রন্থ ‘লং ওয়াক টু ফ্রিডম’ বইটি উপহার হিসেবে দিয়েছিলেন মুসা বিন শমসেরকে!

Link copied!