যশোরে ৫ কোটি ৭১ লাখ টাকার সোনা জব্দ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ১১:৩৪ পিএম

যশোরে ৫ কোটি ৭১ লাখ টাকার সোনা জব্দ

ভারতে পাচারের সময় যশোরের দুই সীমান্ত থেকে একইদিনে সোনার দু’টি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৭১ লাখ টাকা।

শুক্রবার (১০ ডিসেম্বর) যশোরের নতুনহাট এলাকা ও পুটখালী সীমান্তে পাচারের সময় এসব সোনা জব্দ করা হয়।

জানা গেছে, যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২টি সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা সোনার বারের ওজন ২ কেজি ৩৯৫ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর ই-এলাহ বলেন, “আটক ব্যক্তির নাম কামরুল হাসান (২০)। তিনি বেনাপোল বন্দর থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে। জব্দ করা ১২টি সোনার বারের ওজন ২ কেজি ৩৯৫ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা।”

Link copied!