পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তা পার হতে গিয়ে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মুনিয়া আক্তার (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫ নং চন্ডিপুর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি চন্ডিপুর গ্রামের মনির হোসেনের মেয়ে এবং ২ নং উত্তর চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় ইউপি সদস্য মো: মোস্তফা কামাল সাংবাদিকদের এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুনিয়া রাস্তায় শিশুদের সাথে খেলছিল। এ সময় রাস্তা দিয়ে মহিষ আসতে দেখে মুনিয়া দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানের সামনের চাকায় ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় শিশুটি।
এসময় ভ্যানের পেছনের একটি চাকা মুনিয়ার ঘাড়ের ওপর দিয়ে চলে যাওয়ায় ছটফট করতে থাকে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চন্ডিপুর হাটে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, শিশু মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরিবারের পক্ষ কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।