সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনা করব : সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০১:৪৩ পিএম

সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনা করব : সিইসি

নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ। আমরা মাত্র দায়িত্বগ্রহণ করলাম। তবে একটি বিষয়ে আমরা একমত হয়েছি যে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করব। সোমবার নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমকে এ কথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করব যেন ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পাবে। সকলকে সচেতন করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহনেরও দরকার। যা যা করতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সিইসির বক্তব্য লাইভ দেখুন

বিএনপিকে চায়ের দাওয়াত দিবে সিইসি

অনেকেই বলেছেন যে বিএনপি বলেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে কোন কথাই শেষ কথা নয়। আমরা তাদের চা খাওয়ার দাওয়াত দিতে পারি। তাদের কথা শুনব। সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা নির্বাচনের মাধ্যমে একটি ভাল সংসদ উপহার দেয়ার চেষ্টা করব।

রাজনৈতিক কর্মীদের ইতিবাচক ভূমিকার রাখতে হবে

নির্বাচনের মাঠটি উত্তপ্ত হওয়া উচিৎ না। আর নির্বাচন কমিশন এককভাবে সব নিয়ন্ত্রণ করতে পারেনা। সকল রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মী নিয়ন্ত্রণ রাখতে হবে। নির্বাচনের মাঠে রাজনৈতিক কর্মীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে বাকি নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

Link copied!