সার্চ কমিটি এলো কোথা থেকে, এটা তো সংবিধানেই নেই : আনোয়ার হোসেন মঞ্জু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২২, ০৮:১১ পিএম

সার্চ কমিটি এলো কোথা থেকে, এটা তো সংবিধানেই নেই : আনোয়ার হোসেন মঞ্জু

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে সংলাপে সংবিধানের আলোকে ইসি গঠনের দাবি জানান। সোমবার সংলাপ শেষে তাদের প্রস্তাবনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানানোর সময় তিনি বলেন, সার্চ কমিটি তো সংবিধানেই নেই, সার্চ কমিটি এলো কোথা থেকে? 

অংশ নেয়নি জেএসডি

রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জাতীয় পার্টি (জেপি) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর আলোচনায় অংশগ্রহণ করার কথা থাকলেও জেএসডি পূর্বেই আলোচনায় অংশ না নেয়ার কথা জানিয়ে দেয়। 

নির্ধারিত সময়সূচী অনুযায়ী বিকেল ৬ টায় জাতীয় পার্টির সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে। আলোচনা শেষে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তাদের প্রস্তাবনা সম্পর্কে সাংবাদিকদের জানান। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন এখন যে পরিস্থিতিতে পৌছেছে, তাতে করে এখন আর জাতীয় পর্যায়ে নির্বাচন হয় এটা বলার সুযোগ নেই। নির্বাচন এখন হয় আঞ্চলিক পর্যায়ে। 

তিনি আরও জানান, সার্চ কমিটির কথা তো সংবিধানের কোথাও নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের দাবি তারা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন প্রস্তাব বা পদ্ধতির কথা তারা পেশ করেননি। আলোচনায় জাতীয় পার্টির (জেপি) মোট সাত সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

Link copied!