সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৮:০৯ পিএম
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, “দুই বন্ধু দেশের মধ্যে যেমন কথা হয়, আমাদের মধ্যেও সে রকম হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।”
বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া গুলিবর্ষণের ঘটনা সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লি জিমিং বলেন, “এ বিষয়ে পররাষ্ট্রসচিব আমাকে বলেছেন। সীমান্তে যা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি একটি আলোচনার বিষয়।”
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের গোলা এসে বিস্ফোরিত হয়। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত আট জন।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর মিয়ানমার ভূখণ্ডে থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ সীমান্তের তুমব্রু এলাকায় এসে পড়ে। এর আগে, ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে।
তারও আগে, ২৮ আগস্ট বিকালের দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু এসে পড়ে।
এসব ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে একাধিকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সতর্ক ও কড়া প্রতিবাদ জানানো হলেও ঘটনার পুনরাবৃত্তি করেই চলছে দেশটি।