‘২৫ ও ২৬ মার্চ জিয়া মানুষ হত্যা করেছে’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৮:৫১ পিএম

‘২৫ ও ২৬ মার্চ জিয়া মানুষ হত্যা করেছে’

১৯৭১ সালের ২৫ মার্চ চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল তাদের অনেককে জিয়াউর রহমান গুলি করে হত্যা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমানের সবকিছুই পাকিস্তান কেন্দ্রিক ছিলো বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত দলটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, শুধু তাই নয়, জিয়া ২৫ ও ২৬ দুই দিনই হত্যাকাণ্ড চালান। ২৭ তারিখ সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে গিয়েছিলেন জিয়া। তিনি যাতে অস্ত্র নামাতে না পারেন, আমাদের স্বাধীনতাকামীরা তাকে আটকান।

বিএনপি নেতাদের সমালোচনা করে সরকার প্রধান বলেন, অবৈধভাবে ক্ষমতায় বসে দল গঠন করেছে সেই দলের নেতারা ৭ মার্চের ভাষণের ভাষা বুঝবে না, মর্ম বুঝবে না এটা তো খুব স্বাভাবিক’। ভাষণটির ৫০ বছর পর বিএনপি এ দিবস পালন করলেও তারা এখনো এতে কিন্তু খোঁজেন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা।

শেখ হাসিনা বলেন, আজকে বিএনপির নেতার বক্তব্য আর ওই দিনের কথা শুনে আমার শুধু মনে হচ্ছে এরা আসলেই পাকিস্তানের হানাদার বাহিনীর কোনো দালালি নিয়েই ছিল।এখনো তারা তাদের তোষামোদি ও চাটুকারিতা ভুলতে পারে নাই। সেজন্য তারা কিন্তু খোঁজে। এই যে ভাষণে নাকি স্বাধীনতার কোনো ম্যাসেজই পায়নি।

দেশের মধ্যে এ ভাষণ অতীতে নিষিদ্ধ থাকলেও তা আজ বিশ্বস্বীকৃত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কে কি বললো তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

Link copied!