কাল থেকে আট মাস জাটকা আহরণ বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২১, ০৮:৫৪ পিএম

কাল থেকে আট মাস জাটকা আহরণ বন্ধ

জাটকা ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামীকাল সোমবার  (১ নভেম্বর)। এটি কার্যকর থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। এর আগে মা ইলিশ রক্ষায় ২২ দিন ধরে চলা নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৫ অক্টোবর।

এদিকে অসংখ্য জেলের মাথায় ঝুলছে ঋণের বোঝা। মাছ ধরেই কাটানোর কথা ছিল এই ঋণ। ফলে কিছুটা হতাশায় পড়েছে ভোলার মেঘনা পাড়ের জেলেরা।

জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুম শেষ হওয়ার পর জাটকা রক্ষা করার সময়। তাই ১ নভেম্বর থেকে আগামী আট মাস ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এই আট মাস জাটকা ধরা, বিক্রয়, মজুদ ও পরিবহণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাঁধা নেই।

 এদিকে জেলেদের দাবি, নিষিদ্ধ যেসব জাল জাটকা নিধন করছে, সেসব জাল কেন ধরা হচ্ছে না? প্রকাশ্যে এসব জাল দিয়ে প্রভাবশালীরা শত শত টন জাটকা ধরছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগে এসব জাল বন্ধ করতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘মা ইলিশ ডিম ছাড়ার পর তা পর্যায়ক্রমে রেনু, জাটকা ও পরে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হয়। ডিম থেকে রেণু তৈরি হওয়ার পর পরিপূর্ণ ইলিশে পরিণত হতে সময় লাগে। তাই ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস দেশের সব নদ-নদীতে জাটকা ধরা বন্ধ থাকবে। জাটকা রক্ষা করা গেলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন বেশি হবে। এ জন্য আমরা সাধারণ জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ছাড়াও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া সব নিষিদ্ধ জালের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।’

Link copied!