ফেব্রুয়ারির আগে বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২২, ০৯:৪৬ পিএম

ফেব্রুয়ারির আগে বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আসছে ৬ ফেব্রুয়ারি বৈঠকে তেলের দাম বাড়ানো-কমানোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন

ভারতের বড় সুবিধা তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে কম জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “ আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়। এসব বিবেচনা করে আমাদের দেখতে হবে। এজন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ, মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো। কমানোর প্রয়োজন হলে কমাবো।”সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটি করা হবে বলেও  তিনি জানান।

টিপু মুনশি বলেন, “ব্যবসায়ীরা নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলো আমাদের না জানিয়ে। সেটাও তারা (ব্যবসায়ী) বলেছে কনসিডার করবে।ঃ

বাণিজ্যমন্ত্রী বলেন, “আজকের আলোচনায় তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আগামী ১৫ দিনের মধ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ করবো। এজন্য আন্তর্জাতিক মার্কেট, ডিউটি স্ট্রাকচার সব দেখে ১৫ দিন পর বসে সিদ্ধান্ত নেবো। সামনে রমজান, রোজার ঈদও আছে। সেজন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছি তারা যেন স্বাভাবিকভাবে এলসি ওপেন করে।”

প্রসঙ্গত, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত আছে।

Link copied!