ভোলায় জমে উঠেছে বিসিক শিল্পপণ্য মেলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৬:২১ পিএম

ভোলায় জমে উঠেছে বিসিক শিল্পপণ্য মেলা

ভোলায় জমে উঠেছে বিসিক শিল্পপণ্য মেলা। ছুটির দিন ছাড়াও প্রতিদিন সেখানে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে। মাসব্যাপী এ মেলা শুরুতে জমে না উঠলেও এখন বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। শেষ মুহূর্তে যেন আরও সরগরম হয়ে উঠছে মেলা।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এ মেলার আয়োজন করেছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মেলা। অবসর সময় কাটাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। মেলার মাঠজুড়ে প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মেলার স্টলগুলোতে তরুণ-তরুণীদের জন্য রয়েছে বাহারি রংয়ের পোশাক, জুয়েলারি, কসমেটিকস, শাড়ি, ব্যাগ, পাঞ্জাবি, টি শার্ট, ফুল ও চুরিসহ নানা পণ্যের সমারোহ। এছাড়াও রয়েছে নানান ডিজাইনের লেহেঙ্গা, থ্রি-পিস ও ওড়নাসহ পছন্দের বাহারি সামগ্রী। ঘর সাজানোর আসবাবপত্র ছাড়াও মৃত শিল্পের পণ্য ও ফার্নিচার সামগ্রী রয়েছে মেলার স্টলে। বাহারি আলোকসজ্জা এই মেলার আর্কষণ আরও বাড়িয়ে দিয়েছে। মেলায় শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও ফুচকা, চটপটি, হালিম, চা, কপি, বিভিন্ন মাছ-মাংস ও সবজি ফ্রাই ও চপসহ বাহারি ধরনের মুখরোচক খাবারের দোকানও রয়েছে। আকর্ষণীয় আগুন পানসহ নানা ধরনের খাবারের দোকানে রয়েছে জনসমাবেশ।  সন্ধ্যার পর কানায় কানায় ভরে যায় মেলা প্রাঙ্গণ। ঈদকে সামনে রেখে মেলা থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।

Link copied!