তেল কেনাবেচায় রসিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(ডিজি) এএইচএম সফিকুজ্জামান। আগামী শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে তিনি বলেছেন, দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর।
মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় এসব কথা জানান তিনি।
এএইচএম সফিকুজ্জামান বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। রমজান পর্যন্ত চাহিদা মেটানো যাবে। যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ব্যবসায় পরিচালনায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন সফিকুজ্জামান।