ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদায়ী বছরে আলোচিত সব ঘটনা

তাহমিদ সাকিব

জানুয়ারি ১, ২০২৪, ০১:৩৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদায়ী বছরে আলোচিত সব ঘটনা

ফাইল ছবি

বছর জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসংখ্য ঘটনা স্থান পেয়েছে; যেগুলো বিভিন্ন সময়ে জন্ম দিয়েছে আলোচনা ও বিতর্কের। জাতীয় শিক্ষাক্রম নিয়ে আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা,  ক্যাম্পাসে একদল ঢাবি শিক্ষার্থীদের দ্বারা গঠিত প্রলয় গ্যাং, রাজু ভাস্কর্যের সামনে থেকে রবীন্দ্রনাথের মূর্তি গুম, মল-চত্বর নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মযজ্ঞ, কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের আবাসন সংকট , ছাত্রলীগ নেতাকর্মী দ্বারা হামলার ঘটনা, হিজাব ইস্যু, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ,নতুন উপাচার্য ও প্রক্টর নিয়োগ এবং নিয়োগে পুরাতন উপাচার্যের স্বজনপ্রীতি,  চার শিক্ষার্থীর আত্মহত্যা, ক্যাম্পাসে মেট্রোরেল, প্রক্টরিয়াল টিমের চাঁদাবাজির ঘটনাসহ অসংখ্য  ঘটনায় আলোচিত ছিলো বছরজুড়ে প্রাচ্যের এই অক্সফোর্ড। 

দ্য রিপোর্ট লাইভের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ২০২৩ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করেছেন।

রবীন্দ্রনাথের মূর্তি গুম ও প্রশাসনের বিরুদ্ধে সেই অভিযোগ

১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থী সাড়ে ১৯ ফুট উঁচু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য তৈরি করে রাজু ভাস্কর্যের পাশে সেটি স্থাপন করেছিলো। শিক্ষার্থীদের দাবি ছিলো- মুক্তচিন্তা, সৃজনশীলতা ও স্বাধীন মতপ্রকাশে ওপর বাধা সৃষ্টির প্রতিবাদে সেই মূর্তি বসানো হয়েছে।

সেখানে রবি ঠাকুরের মুখে কালো রঙের টেপ সেঁটে দেওয়া হয়েছিল। পাশাপাশি রবি ঠাকুরের হাতে থাকা ‍‍`গীতাঞ্জলি‍‍`টির মধ্যে দিয়ে পেরেক চলে গিয়েছিল। সেটি রক্তাক্ত। তবে সেই মূর্তিটি ‍‍`গুম‍‍` হয়ে গিয়েছিল। পরে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’ লেখা একটি কাপড় মূর্তির স্থানে টাঙিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি গেটের কাছে সেন্ট্রাল লাইব্রেবির ঠিক উল্টোপাশে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আবর্জনার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটির মাথা পাওয়া গিয়েছিল।

এরপর থেকেই এই মূর্তিটি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। অভিযোগ ওঠে, কাউকে কিছু না জানিয়ে গোপনে অপসারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সেই কথা প্রাথমিকভাবে স্বীকার করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূর্তিটি অপসারণের কথাটি স্বীকার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে সেখানে ওই ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। তাই এই মূর্তি সরানোর পদক্ষেপ নিয়েছিল কর্তৃপক্ষ।

শিক্ষাক্রম নিয়ে আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা

চলতি বছরের ১৩ ডিসেম্বরে, নতুন শিক্ষাক্রম নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ জন্য দুপুর আড়াইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তন ব্যবহারের অনুমতি (বরাদ্দ) নিয়েছিলেন আয়োজকেরা।  কিন্তু বেলা দুইটার আগমুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আয়োজকদের মুঠোফোনে জানান, ওই মিলনায়তন ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। পরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই ঘটানকে কেন্দ্র করে  সারা দেশের বিভিন্ন মহলে ছিলো নানা আলোচনা সমালোচনা।

বছরজুড়ে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বছরজুড়ে  অন্তত ৮ বার নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ সংগঠনগুলোর নেতা-কর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এর মধ্যে পাঁচবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।  নভেম্বরের প্রথম দুই সপ্তাহে ছাত্রদলের তিনজন নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। ছাত্র অধিকার পরিষদ ছাত্রলীগের হামলার শিকার হয়েছে দুবার।গত ৪ অক্টোবর আত্মপ্রকাশের দিনই হামলার শিকার হন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আখতার হোসেনসহ ১১ জন আহত হয়।

ছাত্র ইউনিয়নের উপর হামলার ঘটনার সূত্রপাত ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায়।  শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে লাগানো ছাত্রলীগের সাইনবোর্ড ভাঙার চেষ্টা করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের ওপর হামলা করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।পরে ছাত্রলীগ রাজু ভাস্কর্য কালো কাফড়ে ঢেকে দেয়।কিন্তু,   ১৪ ডিসেম্বর পুনরায় ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ জনকে মেরে আহত করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।


কুয়েত মৈত্রী হলের আবাসন সংকট

ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ঢাবির কুয়েত মৈত্রী হলের মনোয়ারা ভবনে দেড় শতাধিক শিক্ষার্থীকে থাকতে হচ্ছিল দীর্ঘদিন ধরেই।১৩ আগস্ট দুপুরে,  তিনশত ছাত্রীকে অন্য হলে স্থানান্তরসহ তিন দফা দাবিতে  বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০৫ জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে প্রদান করা হয়। এসময় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করলে উপাচার্যের আশ্বাসে ১০ ঘণ্টা পর  হলে ফেরেন আন্দোলনরত ছাত্রীরা। সম্প্রতি ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরানোর কার্যক্রম শুরু হয়েছে।

প্রলয় গ্যাং

এ বছরের ২৫ মার্চ ক্যাম্পাসে মারামারির জের ধরে আলোচনার আসে গ্যাংটির নাম।  ক্যাম্পাসে মারামারি, ছিনতাই, চাদাবাজিসহ অসংখ্য ঘটনায় জড়িত ছিল এই প্রলয় গ্যাং। বিশ্ববিদ্যালয়ের ডা. শহীদ মোর্তজা মেডিকেল সেন্টারের তৃতীয় তলায় ছিল গ্যাংয়ের কার্যালয়।  সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরের পাশে ছিল তাদের নেশার স্থান। তারা ওই জায়গার নাম দিয়েছিল ‘নিকুম্ভিলা’। তারা সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ছাত্র, প্রলয় গ্যাংয়ের সদস্য।

মারধরের ঘটনার পরদিন ভুক্তভোগী মা সাদিয়া আফরোজ খান ১৯ শিক্ষার্থী ও অজ্ঞাতনামা আর ৬-৭ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করলে গঠিত হয় তদন্ত কমিটি। পরে গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শৃঙ্খলা পরিষদের সভায় গ্যাংটির ১৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে ঢাবি প্রশাসন।

নতুন উপাচার্য ও প্রক্টর নিয়োগ এবং নিয়োগে আগের উপাচার্য আখতারুজ্জামানের স্বজনপ্রীতি

গত ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এর আগে উপাচার্য ছিলেন অধ্যাপক ড. আখতারুজ্জামান। 

অভিযোগ উঠে, তার সময়কালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে গণহারে আত্মীয়স্বজন নিয়োগের।  তাছাড়াও নিয়োগে বরিশালকে প্রাধান্য দেওয়ার। ছয় বছরের দায়িত্বকালে যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই নিজের এবং স্ত্রীর আত্মীয়স্বজনদের নিয়োগ দিয়েছেন তিনি। এই তালিকায় ছিলেন উপাচার্যের ভাগনে, ভাগনি জামাই,  ভাইয়ের ছেলের বউ, ভাগনি জামাই, খালাতো বোনের মেয়েসহ প্রায় ৪০ জন।

তাছাড়া, ৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর এম মাকসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পান। ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান অধ্যাপক ড. এম মাকসুদুর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

মলচত্বরকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মযজ্ঞ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল-চত্বরে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে শতবর্ষী মনুমেন্ট স্থাপন করা হচ্ছে যার কাজ এখনো চলমান। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর এর কাজ উদ্বোধন করেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান।  তবে নতুন উপাচার্য হওয়ার পর সবুজায়নের লক্ষে পুরনো অনেক কিছু ভাঙা হচ্ছে। এতে করে অনেক অর্থের অপচয় হচ্ছে বলে জানা যায়। তাছাড়া মলচত্বরের আগের সবুজ গাছপালা কেটে ইট সিমেন্টের স্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানান তারা।  ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে বলে ধরা হলেও এর কাজ এখনো চলমান রয়েছে।

প্রক্টরিয়াল টিমের চাঁদাবাজির অভিযোগ

ক্যাম্পাস ও টিএসসি এলাকায় ভাসমান দোকান উচ্ছেদের জের ধরে  ২৬ ফেব্রুয়ারি ঢাবি প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় অবৈধ ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বছরে প্রায় অর্ধকোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়।  পরবর্তীতে ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ১ জনকে বহিষ্কার ও ৬ জনকে সতর্ক করা হয়েছিল।

হিজাব ইস্যু

ঘটনার শুরু গত বছরের ১১ ডিসেম্বর। বাংলা বিভাগের এক নোটিশে বিভাগের সকল প্রেজেন্টেশন, টিউটোরিয়াল, মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং ভাইভাতে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নির্দেশনা দেওয়া হয়। এর প্রতিবাদে ২৬ ডিসেম্বর ভিসি বরাবর ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কিছু নারী শিক্ষার্থীরা।

পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত মীমাংসার জন্য শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঢাবির বাংলা বিভাগের দেওয়া বিজ্ঞপ্তি ছয় মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। পরে গত ২৯ মে হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

৫ জুন দুপুর ১২টায়  উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষার্থীরা সমাবেশ করেন। গত ৩০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান চাঁন কর্তৃক নেকাবী শিক্ষার্থীদের হেনস্থা, ভাইভা দিতে না দেওয়া, একজন শিক্ষার্থীকে জোরপূর্বক নেকাব খুলে ভাইভা দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে কিছু শিক্ষার্থী।

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

গত ১১ নভেম্বর এক নারী শিক্ষার্থী হলের বিষয়ে পরামর্শের জন্য ইনস্টিটিউটে গেলে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর স্থানে স্পর্শ করার অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  অধ্যাপক নূরুল ইসলামের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই নারী শিক্ষার্থী। পরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের অভিযোগ, এই অধ্যাপক সব বর্ষেই এক দুইজন নারী শিক্ষার্থীকে টার্গেট করেন। তবে পরীক্ষায় ফেইল করে দেওয়ার শঙ্কায় কেউ অভিযোগ করার সাহস পায় না। তবে অভিযোগ অস্বীকার করেন ঐ শিক্ষক। 

পরে, যৌন নির্যাতনের অভিযোগ যাচাই করতে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিন্ডিকেট।

মেট্রোরেল যাত্রা

বছরের শুর থেকেই টিএসসিতে মেট্রোরেল না দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন সংগঠনের ছাত্র নেতারা।  তবে সব আলোচনা ছাপিয়ে গত ১৩ ডিসেম্বর মেট্রোরেলের টিএসসি স্টেশন চালু হয়। সেদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন ১০ মিনিট পরপর চলছে মেট্রোরেল।

চার শিক্ষার্থী আত্মহত্যা

৮ অক্টোবর মধ্যরাত।রাজধানীর হাজারীবাগে বাসার ছাদ থেকে পড়ে মীর জাওয়াদ বিন জসিম নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে । সহপাঠীদের ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাবির বিজয় একাত্তর হলের ভবন থেকে পড়ে চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের কাজী ফিরোজের মৃত্যু ঘটে। 

এরও আগে গত ২১ আগস্ট সলিমুল্লাহ মুসলিম হলে নিজ কক্ষে ফাঁস ঝুলানো শেখ মঞ্জুরুল ইসলাম নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তার দুইদিন আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদ্য স্নাতকোত্তর উত্তীর্ণ ঋতু কর্মকারের বাসায় তার মরদেহ পাওয়া যায়। সহপাঠী  ও ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক ধারণা, তারা আত্মহত্যা করেছিলেন। এতে করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আলোচনায় আসে।

Link copied!