জবি’র নতুন উপাচার্য অধ্যাপক কামালউদ্দীন আহমদ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২১, ০৪:৫১ এএম

জবি’র নতুন উপাচার্য অধ্যাপক কামালউদ্দীন আহমদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি ২০১৯ সালের নভেম্বর হতে এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নূরে আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ পূর্তিতে পরবর্তী উপাচার্যের নিয়োগ ও দায়িত্ব না নেয়া পর্যন্ত ড. কামালউদ্দীন আহমদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবে বিদায় নেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ১৯৮৪ সালে শিক্ষকতা শুরু করেন। ১৯৯২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন। পরবর্তীতে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হন। এছাড়াও তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও আধুনিক ভাষা ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেছেন।

Link copied!