ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মাকসুদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

এপ্রিল ৬, ২০২৩, ০২:৩৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মাকসুদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাননীয় উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করেছেন। আপনার এ নিয়োগ অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর স্থলে কার্যকর হবে। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ১৮ সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।’

চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্র ঢাবি রেজিস্ট্রার অফিসে প্রেরণ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে ২০১৭ সাল থেকে প্রক্টরের দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

একই সঙ্গে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানকে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

কবি জসীম উদ্দীন হলের সদ্য সাবেক প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ আব্দুর রশীদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন।

Link copied!