‘শিক্ষার্থীরা স্বনির্ভর হোক, তাদের চামচ দিয়ে খাইয়ে দেওয়ার দরকার নেই’

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১০, ২০২২, ০৭:৫০ পিএম

‘শিক্ষার্থীরা স্বনির্ভর হোক, তাদের চামচ দিয়ে খাইয়ে দেওয়ার দরকার নেই’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, “আমাদের শিক্ষার্থীরা দেশকে চিনুক, মানুষের সঙ্গে মিশুক। এই মিথস্ক্রিয়ার প্রয়োজন আছে। এটি যখন যে নিজে থেকে করবে তখন তার দক্ষতা, মনোবল ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সুতরাং শিক্ষার্থীরা স্বনির্ভর হোক, সব সময় অভিভাবকদের চামচ দিয়ে খাইয়ে দেওয়ার দরকার নেই।”

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকেন্দ্র (কার্জন হল) পরিদর্শন শেষে ব্রিফিংকালে ঢাবি উপাচার্য এ কথা বলেন।

উপাচার্য বলেন, “ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা খবর পেয়েছি, তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই যথাযথভাবে ভালো পরীক্ষা পরিচালনা করছে। আমি শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। প্রশ্নপত্রের মান ও ব্যবস্থাপনা নিয়ে তারা খুব সন্তুষ্টি প্রকাশ করেছে।”

পরিবেশ ব্যবস্থাপনার বিষয়ে আখতারুজ্জামান বলেন, “পরীক্ষার্থীদের সহযোগিতায় আসা আমাদের শিক্ষার্থীরা এবং স্বেচ্ছাসেবকেরা পরিবেশ সুন্দর রাখার ব্যাপারে সচেষ্ট ছিল। তবে একটি বিষয়ে পরিবর্তন আমাদের লাগবে। পরীক্ষার দিনগুলোতে যখন ক্যাম্পাসে অনেক জনসমাগম হয়, তখন যাতে যানবাহনগুলো বেশি প্রবেশ না করে। শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা যাতে বেশি ভিড় এখানে না করি। পরীক্ষার্থীদের জন্য যতটুকু প্রয়োজন তার জন্য আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনায় সুযোগ-সুবিধা রাখা হয়।”

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া, ‘ক’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

Link copied!