অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৫ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।
দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, বুধবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জোহর ইমিগ্রেশন বিভাগ জোহরের সেনাইয়ের বেশ কয়েকটি কারখানায় তল্লাশি অভিযান চালিয়েছে। এ সময় সঠিক ওয়ার্ক পারমিট না থাকায় ৬৯ বাংলাদেশিসহ ৮৫ জন বিদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, ‘অপারেশন মাহির’ নামে এই অভিযানটি অবৈধ অভিবাসীদের ধরার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।
বাহারউদ্দিন বলেন, বৈধ কর্মসংস্থানের অনুমতি বা পাস ছাড়া বিদেশি শ্রমিকেরা রয়েছে— এমন খবর পেয়ে সেনাইয়ের বেশ কয়েকটি খাদ্য ও বিভিন্ন প্রাঙ্গণে অনুরূপ অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের শেষের দিক থেকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী বেশ কয়েকটি সাঁড়াশি অভিযান চালাচ্ছে।