বাজেট ২০২৪-২৫

বিদেশ থেকে ফেরা কর্মীদের ঋণে ৫০০ কোটি টাকা বরাদ্দ

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৬, ২০২৪, ০৯:০৪ পিএম

বিদেশ থেকে ফেরা কর্মীদের ঋণে ৫০০ কোটি টাকা বরাদ্দ

প্রতীকী ছবি

বিদেশ থেকে ফেরা কর্মীদের সহজ শর্তে ঋণ দিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার।

চলতি বছর মার্চ পর্যন্ত এই তহবিল থেকে ১২ হাজার ৮৯ জন ঋণগ্রহীতাকে ২৯৩ কোটি ৬৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বিষয়টি উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, “২০২৪-২৫ অর্থ বছরে বিদ্যমান ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে সঙ্গে আরও ৫০টি টিটিসি স্থাপনে কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়া দেশে- বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৫ বছরে মোট ১ লাখ ২ হাজার ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসফেরত আহত ও অসুস্থ কর্মীর চিকিৎসার্থে ২০১০-২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৮৫ জনকে ১৯ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৈধভাবে বিদেশে যাওয়া মৃতকর্মীর পরিবারকে ২০০৯-২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৪৩৬ কোটি ৭৬ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

Link copied!