কর্মব্যস্ত এ জীবনে একটু বিশ্রামের প্রয়োজন। সে কারণেই নিজেকে সময় দিতে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন এক প্রবাসী বাংলাদেশি। বিশ্রাম নিতে গিয়ে ঘটলো অঘটন। তার গাড়ির শখ হলো সমুদ্রে গা ভেজানোর।
শনিবার ভোর ৫টার দিকে মালয়েশিয়ার মেলাক্কা প্রদেশের ক্লেবাং সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটেছে।
৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সমুদ্রের বাতাস উপভোগ করতে করতে ঘুমিয়ে পড়েন। সে সময় তিনি গাড়ির হ্যান্ডব্রেক লাগাতে ভুলে গিয়েছিলেন। ফলে গাড়ি সমুদ্রের জোয়ারের পানিতে পিছলে সোজা সমুদ্রে গিয়ে বালিতে আটকে অচল হয়ে যায়। প্রায় অর্ধেক ডুবেও যায়।
সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট এক বিবৃতিতে জানান, বিষয়টি টের পেয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন ওই বাংলাদেশি। পরে মেলাকা হিস্টোরিক সিটি কাউন্সিল (এমবিএমবি) গাড়িটি সরিয়ে নেয় এবং মালিকের কাছ থেকে দাবি করা টোয়িং খরচ সম্পর্কিত প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের জব্দ স্থানে নিয়ে যাওয়া হয়।
গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় ওই বাংলাদেশির বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল এবং গাড়িটির কোনো অপরাধমূলক কার্যকলাপের সাথে কোনো সংযোগ ছিল না।
ভুক্তভোগীর নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।