কুয়েত প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশের সুখবর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ০৮:৩২ পিএম

কুয়েত প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশের সুখবর

কুয়েত থেকে বাংলাদেশে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে থাকে। সম্প্রতি যাত্রী বাড়াতে এয়ারলাইন্স কোম্পানিগুলো বিভিন্ন ধরনের অফার দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতিরিক্ত ব্যাগেজ বহনের সুবিধাসহ ফি কমানোর খবরও জানিয়েছে।

একজন যাত্রী কুয়েত থেকে বাংলাদেশে ভ্রমণের সময় নির্ধারিত ফি দিয়ে অতিরিক্ত ব্যাগেজ নেয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ। ক্যারি-অন ব্যাগেজের ওজন ইকোনমি ক্লাসের জন্য ৭ কেজি এবং বিজনেস ক্লাসের জন্য ১০ কেজি। ব্যাগেজে ইকোনমিতে ৫০ কেজি এবং বিজনেস ক্লাসে ৬০ কেজি মালামাল বহন করতে পারবেন।

এছাড়া অতিরিক্ত ব্যাগেজের ক্ষেত্রে ৫ কেজির ওজনের জন্য ১৪ দিনার, ১০ কেজি ওজনের জন্য ১৯ দিনার এবং ২৩ কেজি ওজনের জন্য ৩২ দিনার ফি দিয়ে এ সুবিধা ভোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ বি সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (১১ মে) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ব্যাগেজ সুবিধা দিচ্ছে। বিমানে ক্যারি-অন ব্যাগেজের আকার ও ওজন আইন মেনে ভ্রমণ করার আহ্বান জানান তিনি।

অন্যান্য এয়ার লাইন্সগুলো অনেক আগে থেকেই ব্যাগেজসহ নানা সুবিধা দিয়ে আসছে। দেরিতে হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে সিদ্ধান্ত নিয়েছেন এতে বিমান অনেক সফলতা পাবে বলে মনে করেন কুয়েতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে জড়িতরা।

কুয়েত থেকে বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করে থাকে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারলাইনস। এছাড়াও ইমারাত এয়ার লাইনস, কাতার এয়ার, ওমান এয়ার, গাল্ফ এয়ারসহ অসংখ্য এয়ার লাইনস কোম্পানি বিভিন্ন দেশে যাত্রা বিরতির মাধ্যমে ফ্লাইট পরিচালনা করে থাকে। 

Link copied!