দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই প্রবাসীর নাম রিগান ইসলাম। তিনি নোয়াখালীর কবিরহাটের বাসিন্দা।
৩৫ বছর বয়সী নিহত রিগান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের শ্রীনদ্দি গ্রামের তাজু মিয়ার ছেলে।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্রিস্টেট প্রদেশের বুসাবেলোতে নিহত রিগানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
সংবাদমাধ্যম প্রথম আলোকে নিহত রিগানের ভাই ফাহিম মাহমুদ বলেন, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তাঁর বড় ভাই। এরপর ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকায় যান। গতকাল রাতে দোকানের মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, ‘রিগান ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করেন। সোমবার রাতে নিজ দোকানের সামনে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলি লাগলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।’
রিগানের পরিবার তাঁর লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে বলে জানান তিনি।