ইতালি, মালয়েশিয়া, ভিয়েতনাম, মিসর ও ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে রদবদল আনা হয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ইতালিতে বর্তমান রাষ্ট্রদূত মো. শামিম আহসানের স্থলাভিষিক্ত করা হয়েছে মো. মনিরুল ইসলামকে। বর্তমানে তিনি মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন।
মো. শামিম আহসান হচ্ছেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার। তিনি সেখানে বর্তমান হাইকমিশনার মো. গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হবেন।
বর্তমানে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্বরত সামিনা নাজকে মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়েছে। ১৫ ব্যাচের এ কর্মকর্তা মিসরে বর্তমান রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
অন্যদিকে মো. লুৎফর রহমানকে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়েছে। বর্তমানে তিনি কানাডার টরন্টোতে কনসাল জেনারেল হিসেবে কর্মরত।
সিকদার বদিরুজ্জামানকে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়েছে। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন। ইথিওপিয়ায় বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন মো. নজরুল ইসলাম।