ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৫:৫৪ পিএম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। একই সময়ে নতুন করে ৭৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছর ডেঙ্গুতে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৭১২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৭৮৮ রোগীর মধ্যে— ঢাকায়: ২৫২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায়: ১৩০ জন, বরিশালে: ৮৭ জন, চট্টগ্রামে: ১০৮ জন, খুলনায়: ৬৬ জন, ময়মনসিংহে: ৫৪ জন, রাজশাহীতে: ৮৮ জন, সিলেটে: ৩ জন ভর্তি হয়েছেন।

Link copied!