আমিরাতের জাহাজডুবি: ২৯ নাবিককে উদ্ধার করল ইরান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ১১:৩১ এএম

আমিরাতের জাহাজডুবি: ২৯ নাবিককে উদ্ধার করল ইরান

বৈরি আবহাওয়ার কারণে পারস্য উপসাগরে ডুবে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৯ নাবিককে উদ্ধার করেছে ইরান।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে ওই জাহাজটি ইরানের বুশেহর প্রদেশের উপকূলে ডুবে যায়। তবে এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। ইরানের কোস্টগার্ডের নৌযান উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

তেহরানভিত্তিক গণমাধ্যম পার্স টুডে’র খবরে বলা হয়, ইরানের নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে আরব আমিরাতের একটি বাণিজ্যিক জাহাজ ইরানের বুশেহর প্রদেশের উপকূলে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিল। জাহাজটির একজন নাবিক এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

ইরানের আবহাওয়া বিভাগ বলছে, দুর্ঘটনাস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি। দুর্ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিল

Link copied!