জুলাই ৮, ২০২৩, ০৩:০৯ পিএম
রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে এবার ইউক্রেনকে বিতর্কিত ও গণবিধ্বংসী ক্লাস্টার বা গুচ্ছ বোমা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রুশ বাহিনীর বিরুদ্ধে গোলাবারুদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে ক্লাস্টার বোমা ও অন্যান্য অস্ত্র চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার রাতে তিনি দেশটিতে ক্লাস্টার বোমা সরবরাহ করা হবে বলে ঘোষণা দেন।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে ক্লাস্টার বোমা সরবরাহের কঠিন সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ‘ইউক্রেনিয়দের গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার’ আগেই তিনি ওই সিদ্ধান্ত নেন।
বেসামরিক মানুষ হতাহতের ভয়ঙ্কর রেকর্ড রয়েছে ক্লাস্টার বোমার। বিশ্বের ১২০টিরও বেশি দেশ এই বোমাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত এক রুশ রাষ্ট্রদূত এ ঘটনায় ওয়াশিংটনের চরম নিন্দা করেছেন বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্থানীয় সময় শুক্রবার এক সাক্ষাৎকারে সিএনএনকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আগামী সপ্তাহে লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ার আগেই ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তিনি মিত্রদের সঙ্গে কথা বলেছেন।
এদিকে, অবিস্ফোরিত বোমার কারণে সাধারণ মানুষের প্রাণহানীর ভাবনা থেকেই ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের বিষয়টি দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস।
শুক্রবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুদ্ধে রাশিয়াও ক্লাস্টার বোমা ব্যবহার করছে। ইউক্রেনকে যে ক্লাস্টার বোমা দেওয়া হচ্ছে তা সেগুলোর চেয়ে বেশি নিরাপদ বলেও তিনি জানান।